Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ সম্পদ

দেশের ১ শতাংশ ধনীর হাতে ২৪ শতাংশ  সম্পদ

বাংলাদেশের ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬’ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।

প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে। 

বাংলাদেশে ওপরের দিকে আয়ের ১০ শতাংশ মানুষের কাছে রয়েছে জাতীয় আয়ের ৪১ শতাংশ। অন্যদিকে, নিচের দিকের আয়ের ৫০ শতাংশের কাছে রয়েছে মাত্র ১৯ শতাংশ। মাঝখানের স্তরে বাকি ৪০ শতাংশের কাছে রয়েছে ৪০ শতাংশ আয়।

প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ। আয় বৈষম্যে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। 

প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ৪০টি দেশের ওপর আলাদা পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। 

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ধনী ১ শতাংশ মানুষের গড় সম্পদ ৭ লাখ ২৩ হাজার ২৩৮ ইউরো। প্রতি ইউরো ১৪২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে, নিচের দিকের ৫০ শতাংশের গড় সম্পদ এক হাজার ৪২২ ইউরো বা প্রায় দুই লাখ টাকা। তাদের হাতে রয়েছে সম্পদের মাত্র ৪ দশমিক ৭ শতাংশ। তাদের ওপরের ৪০ শতাংশের কাছে রয়েছে সম্পদের ৩৭ শতাংশ। আর শীর্ষ ১০ শতাংশের হাতে রয়েছে ৫৯ শতাংশ। 

এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত উচ্চ পর্যায়ের। মাত্র ১০ শতাংশ ধনী মানুষের কাছে মোট সম্পদের ৭৫ ভাগ রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে। 

আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি। ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে বিশ্বের ৪০টি দেশের বৈষম্যের চিত্র উপস্থাপন করা হয়েছে। 

আয়ের বিবেচনায় দেশের শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে। যেখানে নিচের ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। শীর্ষ ১০ শতাংশের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ। আর শীর্ষ ১ শতাংশের হাতে রয়েছে ২৪ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশের মানুষের গড় মাথাপিছু আয় বছরে দুই হাজার ৮২০ ডলার। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্টে ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশের মাথাপিছু আয় ধরা হয়েছে ছয় হাজার ১৫২ ইউরো। বর্তমান বিনিময় হার অনুযায়ী সাত হাজার ১৪৫ ডলার। 

একই পরিমাণ টাকা দিয়ে বিভিন্ন দেশে ভিন্ন পরিমাণ পণ্য ও সেবা পাওয়া যায়। এ কারণে জাতীয় আয়ের ক্ষেত্রে পিপিপি ব্যবহার করা হয় যাতে বিভিন্ন দেশের মানুষের প্রকৃত আয়ের ক্ষমতা, জীবনমান এবং অর্থনৈতিক অবস্থার ন্যায্য ও সঠিক তুলনা করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

1

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

2

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

3

মারা গেছেন ওসমান হাদি

4

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

5

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

6

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

7

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

8

তালিকা থেকে বাদ গেল আরো ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

9

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

10

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

11

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

12

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

13

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

14

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

15

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

16

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

17

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

18

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

19

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

20
সর্বশেষ সব খবর